বান্দরবানে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার - Southeast Asia Journal

বান্দরবানে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির গহীন পাহাড় থেকে শহিদুল ইসলাম (৩০) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার বাইশারী ইউনিয়নে নাজমা খাতুন ৬ নম্বর রাবার বাগান এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সে বাইশারী ইউনিয়নের করলিয়ামুরা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার ভোরবেলা বাগানে কাজ করতে যাওয়ার সময় রাবার শ্রমিকরা পাহাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে দুপুরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল্লাহ ভূঁইয়া বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে আঘাত ও দেশীয় তৈরি অস্ত্রের গুলির চিহ্ন রয়েছে। তবে ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’

উল্লেখ্য, সম্প্রতি বাইশারী ও দোছড়ি সীমান্ত এলাকায় মায়ানমারের চোরাই গরু, মাদক ও সুপারি পাচার নিয়ে বিভিন্ন গ্রুপ তৈরি হয়েছে। এছাড়া এলাকাটি ভূমিদস্যুদের আশ্রয়স্থল হিসেবেও পরিচিত। ধারণা করা হচ্ছে চোরাকারবারিরা কিংবা ভূমিদস্যুরা এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।