খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে পূজা মন্ডপে অনুদান প্রদান করল সেনাবাহিনী - Southeast Asia Journal

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে পূজা মন্ডপে অনুদান প্রদান করল সেনাবাহিনী

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে একটি পূজা মন্ডপে অনুদান প্রদান করেছে সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন।

আজ সোমবার (২৩ অক্টোবর) সকালে লক্ষ্মীছড়ি বাজারস্থ শ্রী শ্রী ব্রক্ষময়ী কালী মন্দিরে এ অনুদান প্রদান করা হয়।

জানা যায়, দূর্গা পূজা উপলক্ষ্যে সনাতনী সম্প্রদায়ের সাথে শারদ শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশ্যে লক্ষ্মীছড়ি বাজারস্থ শ্রী শ্রী ব্রক্ষময়ী কালী মন্দির পরিদর্শন করেন লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর মোঃ মাহমুদুন্নবী। এসময় তিনি সকলের সাথে শারদ শুভেচ্ছা বিনিময় শেষে মন্ডপি পরিচালনা কমিটির হাতে নগদ দশ হাজার টাকা অনুদান প্রদান করেন।

এছাড়া জোন অধিনায়ক পূজা মন্ডপের পাশে একটি গাইড ওয়াল নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন।

লক্ষ্মীছড়ি জোন কর্তৃক পূজা মন্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান ও গাইড ওয়াল নির্মাণের প্রতিশ্রুতিতে মন্দির কর্তৃপক্ষ ও সনাতনী সম্প্রদায় জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তা ও মন্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।