পাহাড়ে সম্প্রীতি বজায় রাখতে সতর্ক আছে আইন-শৃঙ্খলা বাহিনী- ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন - Southeast Asia Journal

পাহাড়ে সম্প্রীতি বজায় রাখতে সতর্ক আছে আইন-শৃঙ্খলা বাহিনী- ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সেনাবাহিনীর খাগড়াছড়িস্থ ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন বলেছেন, পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সতর্ক আছে আইন-শৃঙ্খলা বাহিনী। শারদীয় দূর্গােসবে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে সোমবার (২৩ অক্টোবর) সকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পাহাড় সকল সম্প্রদায়ের শান্তির নিবাস। যেকোনো উৎসব -পার্বণে সকলের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন বজায় রাখতে সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। তাই উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতির এ ধারা অব্যাহত রাখতে সকলকে সজাগ থাকার আহবান জানান তিনি।

এসময় সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্নেল কামরুল হাসান, গুইমারা রিজিয়নের জেনারেল স্টাফ অফিসার মেজর মেহেদী হাসানসহ স্থানীয় জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় তিনি গুইমারা রিজিয়নের পক্ষ থেকে পূজা মন্ডপগুলোতে শুভেচ্ছা উপহার হিসেবে তিন লক্ষ টাকা অনুদান প্রদান করা করেন।