বান্দরবানে সেনা অভিযানে বিদেশি মদ উদ্ধার - Southeast Asia Journal

বান্দরবানে সেনা অভিযানে বিদেশি মদ উদ্ধার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলার আলীকদমে নদীপথে পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নৌকা থেকে ৫৫ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোনের সদস্যরা।

গতকাল রবিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় নয়াপাড়া ইউনিয়নের মংচা পাড়া নদীর ঘাট সংলগ্ন নদীতে ভাসমান নৌকা থেকে এসব বিদেশি মদ উদ্ধার করা হয়।

জানা যায়, নদীপথে পোয়ামুহুরী থেকে নৌকায় করে বিদেশি মদ আলীকদম সদরে আনা হচ্ছে পাচারের উদ্দেশ্য এমন গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম জোনের একটি টইল দল অভিযান পরিচালনা করে পরিত্যক্ত নৌকার পাটাতনের নিচে লুকায়িত অবস্থায় ৫৫ বোতল বিদেশি মদ (ঈগল) উদ্ধার করে। তবে এসময় কাউকে আটক করা যায় নি।

আলীকদম থানার ওসি খন্দকার তবিদুর রহমান বলেন, সেনাবাহিনী পুলিশের কাছে ৫৫ বোতল বিদেশি মদ হস্তান্তর করেছে। পরবর্তীতে পরিত্যক্ত অবস্থায় উদ্ধারকৃত বিদেশি মদের বোতলগুলো ধ্বংস করা হবে।

You may have missed