পাসপোর্ট করতে এসে গ্রেপ্তার রোহিঙ্গা তরুণী - Southeast Asia Journal

পাসপোর্ট করতে এসে গ্রেপ্তার রোহিঙ্গা তরুণী

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে রোকেয়া আক্তার (১৮) নামে এক রোহিঙ্গা তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্য গোপন করে পাসপোর্ট করার চেষ্টার অপরাধে রোববার পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এ সময় রোকেয়াকে পাসপোর্ট করতে সহায়তাকারী দালাল আমানুর রশীদ মাহি নামে এক ব্যক্তিকেও গ্রেপ্তার করেছেপুলিশ। মাহি হবিগঞ্জ শহরের রাজনগর এলাকার হারুনুর রশিদের ছেলে।

হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. বজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, রোববার বেলা ১১টায় নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের দেউতলী গ্রামের নাজমুল হোসাইন চৌধুরীকে পিতা পরিচয় দিয়ে পাসপোর্টের জন্য আবেদন করেন রোহিঙ্গা তরুণী রোকেয়া আক্তার। আবেদনের সঙ্গে তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. ছালিক মিয়ার স্বাক্ষরিত জন্মনিবন্ধন সনদ জমা দেন।

এ বিষয়ে হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. বজলুর রহমান ওই তরুণীর কাছে ঠিকানার তথ্য জানতে চাইলে তার কথাবার্তায় সন্দেহ দেখা দেয়। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন নাহার ও সদর মডেল থানার এসআই মমিনুল ইসলাম পাসপোর্ট অফিসে যান।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন নাহারের উপস্থিতিতে রোকেয়া জানান, তিনি উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ ৩-এর বাসিন্দা। তিনি মো. আমানুর রশীদ মাহির মাধ্যমে বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট তৈরি করতে এখানে আসেন। বিকেলে পুলিশ দু’জনকে আটক করে নিয়মিত মামলা দেয়।

হবিগঞ্জ সদর মডের থানার ওসি রফিকুল ইসলাম জানান, তথ্য গোপন করে জাল কাগজে পাসপোর্ট করার চেষ্টার অপরাধে রোহিঙ্গা তরুণী ও এক দালালকে হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।