প্রবারণা উৎসবে বান্দরবান সেনা রিজিয়নের আর্থিক অনুদান বিতরণ
নিউজ ডেস্ক
সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন কর্তৃক প্রবারণা উৎসব উপলক্ষ্যে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বুধবার (২৫শে অক্টোবর) সকালে বান্দরবান রিজিয়ন কর্তৃক বান্দরবান সেনানিবাসের প্রশিক্ষণ শেডে প্রবারণা উৎসব উপলক্ষ্যে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ড. গোলাম মহিউদ্দিন আহমেদ।
এদিন প্রধান অতিথি প্রবারণা উৎসব উপলক্ষ্যে বৌদ্ধ ধর্মালম্বী ৩৪ জনের মাঝে উপহারস্বরূপ জন প্রতি ৫০০০ টাকা এবং ৪ জনকে ২৫০০ টাকা করে ৩৮ জনকে নগদ ১লক্ষ ৮০ হাজার টাকা সহ সর্বমোট ২ লক্ষ টাকা আর্থিক অনুদান বিতরণ করেন।
তিনি বলেন, সেনাবাহিনী বিগত সময়েও পার্বত্য অঞ্চলে সকল সম্প্রদায়ের পাশে থেকে শান্তি প্রতিষ্ঠায় কাজ করেছে, সকল সম্প্রদায়ের উৎসবে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিয়েছে। রিজিয়ন কর্তৃক ভবিষ্যতেও অব্যাহত থাকব বলেও জানান তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন জোন অধিনায়ক লেঃ কর্নেল মাহমুদুল হাসান, রিজিয়নের জেনারেল স্টাফ অফিসার মেজর শায়েখ উজ জামান, ক্যাপ্টেন মোহাম্মদ আব্দুল মান্নান প্রমুখ।