মাটিরাঙ্গা সরকারী ডিগ্রী কলেজের আইসিটি ভবনের উদ্বোধন
 
নিউজ ডেস্কঃ
খাগড়াছড়ির মাটিরাঙ্গা সরকারী ডিগ্রী কলেজের আইসিটি ভবনের উদ্বোধন করা হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠান ও আইসিটি ভবনের উদ্বোধন করেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান ও স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।
মাটিরাঙ্গা সরকারী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রশান্ত কুমার ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে মাটিরাঙ্গা জোন অধিনায়ক নওরোজ নিকোশিয়ার, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. সামছুল হক এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহনুর আলম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা, খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক চন্দন কুমার দে, মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সভাপতি মো. হারুনুর রসীদ ফরাজী এবং মাটিরাঙ্গা সদর ইউনিয়নের চেয়ারম্যান হিরণজয় ত্রিপুরা প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে মাটিরাঙ্গা সরকারী ডিগ্রী কলেজের আইসিটি ভবন নির্মান করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।
