আলীকদম সেনা জোন কর্তৃক ধর্মীয় প্রতিষ্ঠানে উপহার প্রদান
নিউজ ডেস্ক
বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোন সর্বদা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে।
এরই অংশ হিসেবে আজ শুক্রবার (৩ অক্টোবর) বান্দরবানের লামায় নব নির্মিত দৃষ্টি নন্দন মধুঝিরি বায়তুন নূর জামে মসজিদের উদ্বোধন করেছেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার। পৌর সভার ৭নং ওয়ার্ডে অবস্থিত বাইতুন নূর জামে মসজিদটি ২০২২ সালে প্রথম যাত্রা শুরু করলেও ছিল জরাজীর্ণ অবস্থায়। আলীকদম সেনা জোন, স্থানীয় জন-সাধারণের উদ্যোগ ও অর্থায়নে মসজিদ ভবনটি পেয়েছে আধুনিকতার ছোঁয়া।
আলীকদম সেনা জোন কর্তৃক মসজিদের জন্য ১০টি ফ্যান উপহার প্রদান করেন। পরে বিকেলে রুপসীপাড়া ইউনিয়নের রূপসীপাড়া সূর্যের আলো উপজাতীয় শিশু সদন পরিদর্শন করেন জোন কমান্ডার এবং তাদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। জোন কমান্ডার মতবিনিময় শেষে মুরং ছাত্র-ছাত্রীদেরকে অনুদান হিসাবে ১০ হাজার টাকা প্রদান করেন এবং খেলনা সামগ্রী হিসাবে তাদের মাঝে ২টি ফুটবল উপহার তুলে দেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোন অধিনায়ক। এ সময় জোন কমান্ডার বলেন, আলীকদম জোনের পক্ষ থেকে সাধারণ মানুষের উন্নয়নে আমাদের সাহায্যের হাত সবসময় পাশে থাকবে। পাশাপাশি সকল ধর্মের ধর্মীয় উৎসবে এই ধরনের সহায়তা বছরজুড়ে অব্যাহত থাকবে।