পাহাড়ের ৩৩ দুর্গম কেন্দ্রে সরঞ্জাম পাঠাতে হেলিকপ্টার চায় ইসি
![]()
নিউজ ডেস্ক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের উপকরণ পাঠানোর জন্য খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি জেলার ৩৩ কেন্দ্রে হেলিকপ্টার প্রয়োজন। সংশ্লিষ্ট কর্মকর্তারা নির্বাচন কমিশনে (ইসি) এই চাহিদা পাঠিয়েছেন। কেন্দ্রগুলো দুর্গম এলাকায় অবস্থিত। গতকাল সোমবার ইসির সংশ্লিষ্ট সূত্র থেকে এ তথ্য জানা গেছে।
হেলিকপ্টারের চাহিদা চেয়ে সম্প্রতি রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তাদের চিঠি দেয় ইসি। গতকাল ইসির উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত সেই চিঠির উত্তরে ৩৩ কেন্দ্রের কথা জানান তিন জেলার নির্বাচন কর্মকর্তারা। খোঁজ নিয়ে জানা যায়, ৩৩ কেন্দ্রের মধ্যে খাগড়াছড়িতে তিনটি, বান্দরবানে ১২টি ও রাঙামাটিতে ১৮টি রয়েছে।
সম্প্রতি ইসির পক্ষ থেকে জানানো হয়েছিল, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পার্বত্যাঞ্চলের ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনী মালপত্র পাঠানো এবং ভোটগ্রহণ কর্মকর্তাদের আনা-নেওয়ার কাজে হেলিকপ্টারের প্রয়োজন হতে পারে।