বর্ণাঢ্য আয়োজনে বরিশালে ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তি দিবস পালিত
নিউজ ডেস্ক
বরিশালের আগৈলঝাড়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পার্বত্য শান্তি চুক্তির ২৬তম বার্ষিকী পালিত হয়েছে।
পার্বত্য শান্তি চুক্তির ২৬তম বার্ষিকী পালন উপলক্ষে আগৈলঝাড়ায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শনিবার সকাল সাড়ে দশটায় ভেগাই হালদার পালিক একাডেমী মাঠ থেকে বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে ভেগাই হালদার পাবলিক একডেমীর গেটে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তি দিবসসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।
অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাতসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা কর্মীসহ ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।