প্রায় ৪০০ রোহিঙ্গা নিয়ে ইন্দোনেশিয়ায় পৌঁছেছে দুটি নৌকা - Southeast Asia Journal

প্রায় ৪০০ রোহিঙ্গা নিয়ে ইন্দোনেশিয়ায় পৌঁছেছে দুটি নৌকা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

জরাজীর্ণ দুটি নৌকায় করে প্রায় ৪০০ রোহিঙ্গা ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে পৌঁছেছে। প্রাদেশিক একটি জেলে সম্প্রদায়ের প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।

ইন্দোনেশিয়ায় সম্প্রতি মিয়ানমার থেকে রোহিঙ্গা মুসলিমদের ঢেউ বাড়তে থাকার মধ্যে সেখানে রোববার এই দুই নৌকা ভর্তি আরও রোহিঙ্গা পৌঁছল।

জাতিসংঘের শরণার্থী সংস্থা ‘ইউএনএইচসিআর’ এর হিসাবমতে, গত নভেম্বর মাস থেকে ইন্দোনেশিয়া উপকূলে পৌঁছেছেন মিয়ানমারে নির্যাতনের শিকার ১,২০০ রোহিঙ্গা।

ইন্দোনেশিয়ার প্রাদেশিক জেলে সম্প্রদায়ের প্রধান মিফতাহ কাট আদে বলেন, রোববার সকালে দুটি নৌকা আচেহ প্রদেশে পৌঁছায়। এর একটি পিডি এবং আরেকটি আচেহ বেসার জেলায় পৌঁছেছে।

এক একটি নৌকায় আনুমানিক ২০০ করে রোহিঙ্গা আছে বলে জানান তিনি।

স্থানীয় সামরিক কর্মকর্তা অ্যান্ডি সুসান্ত বলেন, স্থানীয় সময় ভোর ৪টার দিকে প্রায় ১৮০ রোহিঙ্গা বহনকারী একটি নৌকা পিডিতে পৌঁছায়। কর্মকর্তারা মাঠে তথ্য সংগ্রহে সমন্বিতভাবে কাজ করছেন।

দ্বিতীয় নৌকাটি পৌঁছানোর বিষয়েও সামরিক বাহিনী অবগত বলে নিশ্চিত করেন সুসান্ত। তবে সেটি কোন জায়গায় পৌঁছেছে, কিংবা নৌকাটিতে কতজন রোহিঙ্গা আছেন, সে সম্পর্কে তাদের কাছে তথ্য নেই বলে জানান তিনি।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো শুক্রবার এক বিবৃতিতে সম্প্রতি এসব নৌকার আগমন বেড়ে যাওয়ার পেছনে মানবপাচারের বিষয়টি জড়িত বলে সন্দেহ প্রকাশ করেন। এ সমস্যা মোকাবেলায় আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

১৯৫১ সালের জাতিসংঘ শরণার্থী বিষয়ক কনভেনশনে সই করেনি ইন্দোনেশিয়া। তবে ইন্দোনেশিয়া উপকূলে শরণার্থীরা পৌঁছলে তাদেরকে আশ্রয় দেওয়ার ইতিহাস আছে দেশটির।

কিন্তু সাম্প্রতিককালে বেশিমাত্রায় রোহিঙ্গাদের আগমনে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা হচ্ছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় আচেহ অঞ্চলে কিছু পুশব্যাকও ঘটেছে।