বাঙালী ফল ব্যবসায়ীকে গুলির ঘটনায় ঢাকায় মানববন্ধন
![]()
নিউজ ডেস্কঃ
খাগড়াছড়ি দিঘীনালা ৯ মাইল নামক সড়কের উপর উপজাতীয় সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক চাঁদার জন্য বাঙালি ব্যবসায়ী কে ব্রাশ ফায়ার করার প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে মানববন্ধন করেছে পার্বত্য অধিকার ফোরাম ঢাকা মহানগর শাখা।
ঢাকা মহানগর শাখার সভাপতি জনাব আহম্মেদ রেদোয়ানের সভাপতিত্বে বক্তব্য রাখেন – ঢাকা মহানগরের সমন্বয়ক সাব্বির আহম্মেদ, মুহাইমিলুল আহম্মেদ, মহিউদ্দীন রাফি , আরিফুল ইসলাম, পিজুষ রানা, মো: সবুজ, মো: আসাদুজ্জামান , জুয়েল রানা ও ওসমান মুনসী।
বক্তারা বলেন, পাহাড়ে এমন ঘটনায় বারবার প্রমাণিত যে, পার্বত্য চট্টগ্রাম ও এখানকার মানুষের জীবন ও জীবিকা কতটা ঝুকিপূর্ন এবং অনিরাপদ হয়ে পড়েছে। প্রকাশ্য দিবা লোকে খেটে খাওয়া সাধারণ মানুষ কে ব্রাশ ফায়া করে হত্যা করা ও হত্যার উদ্দেশ্যে গুলি বর্ষণ করা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। পাহাড় সম্পূর্ন অনিরাপদ ও সন্ত্রাসের আতুরঘর হয়ে পড়েছেছে তার ই বহ্যিপ্রকাশ। পার্বত্য চট্টগ্রামে একদিকে নিরাপত্তায় নিয়োজিত সকল সেনাক্যাম্প প্রত্যাহার করা হয়েছে অন্যদিকে সশস্ত্র উপজাতীয় সন্ত্রাসীদের দল ও অবৈধ অস্ত্র,হত্যা গুম/অপহরণ এবং চাদাবাজি বাড়ছে প্রতিনিয়ত। পরিকল্পিত ভাবে পার্বত্য চট্টগ্রাম অশান্ত করার জন্য এমন টি করা হচ্ছে। বাঘাইহাটের হত্যাকান্ডের রেশ কাটতে না কাটতে ই উপজাতীয় সশস্ত্র সন্ত্রাসীদের এমন ন্যাক্কার জনক ঘটনায় রাষ্ট্রকে নির্দিষ্ট সময় সীমা বেধে দিয়ে সিদ্ধান্ত নিতে হবে এখন ই পাহাড়ে অবৈধ অস্ত্রধারীদের দমন করবেন কিনা? একই সাথে সরকার ও প্রশাসন কে দাবী জানাবো পার্বত্য চট্টগ্রাম কে অনিরাপদ অঞ্চল হিসাবে চিহ্নিত করে প্রত্যাহার কৃত সকল সেনাক্যাম্প পাহাড়ে পূনর্বহাল করে পাহাড়ে নিরাপত্তা জোরদার করা হউক।
বক্তারা আরো বলেন, উগ্র সাম্পদায়িক বাসন্তী চাকমার বক্তব্যের কারনে পাহাড়ে সশস্ত্র সংগঠন গুলো নতুন ভাবে প্রাণ ফিরে পেয়েছে। সন্ত্রাসীদের দমনে সর্বপ্রথম বাসন্তী চাকমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। গুরুতর আহত রুপচান মিয়া সামারিক হাসপাতালে সরকারী খরচে চিকিৎসা করাতে হবে। তার মৃত্যু যদি হয় সেটির জন্য রাষ্ট্রই দায়ি থাকবে।
আগামী ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের ধরতে প্রশাসনের কোন দৃশ্যমান কার্যক্রম না থাকলে কঠোর আন্দোলন কর্মসূচি নিয়ে মাঠে নামারর হুঁশিয়ারিও জানান বক্তারা।
উল্লেখ্য, উল্লেখ্য গতকাল (১৮ জুলাই) বিকাল তিনটায় পূর্ব পরিকল্পিত ভাবে ব্যবসায়ী রুপচান মিয়াকে গাড়ি হতে নামিয়ে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। গুরুতর আহতকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে আনা হলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যালে প্রেরণ করা হয়েছে। ঘটনা সুত্রে জানা যায় যে লংগদু হতে কাচামাল বোচাই ট্রাক নিয়ে রুপচান মিয়া খাগড়াছড়ির দিকে রওয়ানা দেন।