জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মহালছড়িতে ভ্রাম্যমান আদালত পরিচালনা
 
                 
নিউজ ডেস্কঃ
জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উপলক্ষ্যে খাগড়াছড়ির মহালছড়িতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
সকালে (২০ জুলাই) মহালছড়ির চেঙ্গী নদী ও মাছ বাজারে উক্ত অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব প্রবীন চন্দ্র চাকমার নেতৃত্বে মোবাছড়ি ইউনিয়নের মনাটেক এলাকায় অভিযান পরিচালনা করে এদিন প্রায় ৬০থেকে ৭০ মিটার মাছ ধরার কারেন্ট জাল জব্দ করা হয়।

পরে জব্দকৃত জাল মহালছড়ি মৎস্য উন্নয়ন কর্পোরেশন অফিসের সামনে ধ্বংস করা হয়। এছাড়াও মহালছড়ি মাছ বাজার অভিযানে মাছের ফরমালিন পরীক্ষা করে কোন ফরমালিন অস্তিত্ব পায়নি ভ্রাম্যমান আদালত।
এসময় মহালছড়ি মৎস্য উন্নয়ন কর্পোরেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসরুল্লাহ, নৌ পুলিশ, এবং মৎস্য উন্নয়ন কর্পোরেশনের কর্মচারী অন্যান্যরা উপস্থিত ছিলেন।
