অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান
![]()
নিউজ ডেস্কঃ
অবৈধ অস্ত্রধারীরা পাহাড়ে সরকারের উন্নয়ন কাজসহ ব্যবসা বানিজ্য , মানুষের স্বাভাবিক জীপন যাপনে বাঁধা দিচ্ছে। দূর্গমতার সুযোগ নিয়ে তারা এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। তাই যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়ন কর্মকান্ডে প্রতিনিয়ত বিঘ্ন সৃষ্টিসহ চাঁদাবাজী, খুন, জখম, অপহরনের মাধ্যমে জনগনের শান্তি বিনষ্টের কাজ করছে মন্তব্যে করে রাঙ্গামাটির সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার বলেছেন, অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
এসময়, পাহাড়ী ঢলের কারণে বার বার বন্যা কবলিত রাঙামাটির বিলাইছড়ির ফারুয়া বাজার স্থানান্তরের উদ্যোগ নেয়া হবে বলেও স্থানীয়দের আশ্বাস দেন তিনি।
বৃহস্পতিবার (১৮ জুলাই) বিলাইছড়ি উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন কালে এসব কথা বলেন তিনি।
এ সময় রাঙামাটি জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, জেলা আওয়ামীলীগের সদস্য রুহুল আমিন, কেরল চাকমা, অভয় প্রকাশ চাকমা, সাখাওয়াৎ হোসেন রুবেল, জেলা পরিষদের সাবেক সদস্য অভিলাষ তঞ্চঙ্গ্যা, ৩ নং ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ পারভেজ আলী, জেলা আওয়ামীলীগ নেতা ও বিলাইছড়ি উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান জয় সেন তঞ্চঙ্গ্যা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে দীপংকর তালুকদার পার্বত্য জেলা পরিষদ ও বিলাইছড়ি উপজেলা পরিষদের আয়োজনে ত্রাণ বিতরণ করেন।