বান্দরবানে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন পরিচালনা করল সেনাবহিনী - Southeast Asia Journal

বান্দরবানে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালনা করল সেনাবহিনী

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় বান্দরবান সেনা রিজিয়ন ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সমন্বয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

গত মঙ্গলবার (১২ ডিসেম্বর) বান্দরবান রিজিয়নের অন্তর্গত ৭ ফিল্ড্ অ্যাম্বুলেন্স কর্তৃক ইনস্টিটিউট অফ পাবলিক স্বাস্থ্য পুষ্টি এবং জাতীয় পুষ্টি পরিষেবা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাথে সমন্বয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালনা করা হয়। বান্দরবানে বসবাসরত সুবিধাবঞ্ছিত আসহায় শিশুদেরকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়।

উক্ত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্ভোধন করেন বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ড. গোলাম মহিউদ্দিন আহমেদ, এছাড়াও উপস্থিত ছিলেন ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক ও অন্যান্য সামরিক কর্মকর্তাগণ।

এসময় রিজিয়ন কমান্ডার বলেন, উক্ত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৭ ফিল্ড্ অ্যাম্বুলেন্স এর নেতৃত্বে বান্দরবানে বসবাসরত ক্ষুদ্র-নৃগোষ্ঠীর শিশুদেরকে এই ক্যাপসুল খাওয়ানো হবে ও বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে পারবে। এছাড়াও বলেন, পার্বত্যঞ্চলে অসহায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে শান্তি ও দুর্যোগকালীন সময়ে বান্দরবান সেনা রিজিয়ন যেকোন সহযোগীতায় পাশে থাকবে ও ভবিষ্যতেও বান্দরবানের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতকল্পে নিয়মিতভাবে এই ধরনের ক্যাম্পেইনের আয়োজন করা হবে।