বিজয় দিবসে অসহায়দের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী - Southeast Asia Journal

বিজয় দিবসে অসহায়দের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বিজয়ের ৫২ বছর পুর্তিতে পাহাড়ি জনপদের দুস্থ, অসহায় ও হতদরিদ্র মানুষের মধ্যে কম্বল ও মানবিক সহায়তা বিতরণ করেছে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন মাটিরাঙ্গার ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন।

শনিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান এ সহায়তা তুলে দেন। এসময় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মুরাদ হোসাইন উপস্থিত ছিলেন।

মানবিক সহায়তার অংশ হিসেবে মাটিরাঙ্গা পৌরসভা এলাকা ছাড়াও দুর্গম নাইক্যাপাড়া ও পরশুরামঘাট ক্যাম্প এলাকার দুই শতাধিক দুস্থ, অসহায় ও হতদরিদ্র শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। একইসময়ে অসহায় দুজনকে গৃহ মেরামতের জন্য ৫০ হাজার টাকা মানবিক সহায়তা দেন জোন অধিনায়ক।

লে. কর্নেল কামরুল হাসান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন সৃষ্টি করা ছাড়াও মানবেতর চাহিদা পূরণে দুস্থ, অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে আছে। ভবিষ্যতেও এ তৎপরতা অব্যাহত থাকবে।