পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির পর পাহাড়ে যে উন্নয়ন হয়েছে তা অব্যাহত থাকবে
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির পর পাহাড়ে যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে প্রধানমন্ত্রী রাঙামাটিবাসীর সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন। এসময় প্রধানমন্ত্রী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে রাঙামাটিবাসীর প্রতি আহ্বান জানান।
প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশের কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, নেত্রকোনা, বরগুনার মধ্যে ভার্চুয়ালি জনসভায় সর্বশেষ রাঙামাটিসহ ৬ জেলার সঙ্গে যুক্ত হন।
রাঙামাটিবাসী শেখ রাসেল মিনি স্টেডিয়াম থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়।
এসময় রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও ২৯৯ আসনের প্রার্থী দীপংকর তালুকদার, সাধারণ সম্পাদক হাজি মুছা মাতব্বর এবং জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, সাবেক সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, সিনিয়র সহসভাপতি চিং কিউ রোয়াজা, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ এবং জনসাধারণ উপস্থিত ছিলেন।
রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মো. মুছা মাতব্বর তার বক্তব্যে দীপংকর তালুকদারকে ৭ম বারের মতো দলীয় মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, সমাবেশে যোগ দিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে নৌপথে ও সড়কপথে নেতাকর্মীরা দুপুরের আগেই রাঙামাটি আসে। রাঙামাটির ১০ উপজেলার মধ্যে পার্শ্ববর্তী ৪ উপজেলার নেতাকর্মীরা এই জনসভায় যোগ দেন বলে জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মো. মুছা মাতব্বর।
মুছা মাতব্বর বলেন, রাঙামাটি সদর ও পৌর এলাকার পাশাপাশি কাউখালী, নানিয়ারচর, কাপ্তাই ও রাজস্থলী উপজেলার নেতাকর্মীরা জনসভায় অংশ নেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার রাঙামাটিতে মেডিকেল কলেজ, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। দীপংকর তালুকদার বলেন, নির্বাচনে জয়ী হলে প্রধানমন্ত্রীকে রাঙামাটিতে প্রথম সংবর্ধনা দেওয়ার অনুরোধ করেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে রাঙামাটিবাসীর কাছে নৌকা মার্কায় ভোট চান। এরপর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নৃত্য উপভোগ করেন প্রধানমন্ত্রী।