আর্মি স্টেডিয়ামে বিজয় দিবস উপলক্ষে ‘জয়ধ্বনি কনসার্ট’ অনুষ্ঠিত - Southeast Asia Journal

আর্মি স্টেডিয়ামে বিজয় দিবস উপলক্ষে ‘জয়ধ্বনি কনসার্ট’ অনুষ্ঠিত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে ‘জয়ধ্বনি কনসার্ট’ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার আর্মি স্টেডিয়ামে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে আর্মি অর্কেস্ট্রা ও বিভিন্ন অতিথি শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা অনুষ্ঠানটিকে উপভোগ্য করে তোলে।

অনুষ্ঠানে সামরিক ও অসামরিক কর্মকর্তারা, অন্যান্য অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার, অন্যান্য পদবির সেনাসদস্য ও তাদের পরিবার এবং গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত থেকে অনুষ্ঠানটি উপভোগ করেন।