মানবপাচারকারী সন্দেহে ভারতে ৯ বাংলাদেশি আটক - Southeast Asia Journal

মানবপাচারকারী সন্দেহে ভারতে ৯ বাংলাদেশি আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মানব পাচারের সঙ্গে জড়িত সন্দেহে ৯ বাংলাদেশিসহ দশজনকে আটক করেছে ভারতের গুজরাটের পুলিশ। গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন গুজরাতের সুরাট শহরের পুলিশ কমিশনার অজয় কুমার তময়। ভারতীয় বার্তা সংস্থা এএনআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার অজয় কুমার তোমর বলেন, সুরাত পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং প্রিভেনশন অফ ক্রাইম ব্রাঞ্চ (পিসিবি) কিছু বাংলাদেশী অপরাধীকে আটক করেছে। তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন।

অজয় কুমার তোমর অভিযোগ করে বলেন, তারা (যাদের আটক করা হয়েছে) বাংলাদেশ থেকে লোক নিয়ে আসতেন এবং ভারতীয় নাগরিক হিসেবে প্রতিষ্ঠা করার জন্য নকল নাগরিকত্ব সনদ ও অন্যান্য কাগজপত্র তৈরি করতেন।

চাকরির লোভ দেখিয়ে তারা বাংলাদেশি নারী-পুরুষদের ভারতে নিয়ে আসত এবং স্পা ও পতিতাবৃত্তির পেশা গ্রহণ করতে বাধ্য করত বলেও অভিযোগ করেন তিনি।

অজয় কুমার তোমর জানান, আটক বাংলাদেশিদের কাছ থেকে পাওয়া নথিগুলোর মধ্যে রয়েছে আধার কার্ড, প্যান কার্ড, নির্বাচনী কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি। এসব নথিপত্র তারা ভাদোদরায় বসবাসকারী আকাশ সঞ্জয়ভাই মানকর নামের এক ব্যক্তির কাছ থেকে ফটোশপের মাধ্যমে তৈরি করেছিল।

আকাশ সঞ্জয়ভাই মানকারকেও আটক করা হয়েছে বলে জানান অজয় কুমার তোমর। তিনি বলেন, আকাশসহ আরও ৯জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। এই ৯জন বাংলাদেশির মধ্যে ছয়জন পুরুষ এবং তিনজন নারী। আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মানব পাচার ছাড়াও আরও সাতটি অপরাধ রেকর্ড করা হয়েছে।

এখন এসওজি এবং পিসিবি দল যৌথভাবে মানবপাচার বিষয়টির তদন্ত করবে এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে।