বগুড়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ
![]()
নিউজ ডেস্ক
বগুড়ার সারিয়াকান্দিতে গরীব অসহায় শীতার্তদের মধ্যে কম্বল এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বুধবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরি এন্ড ক্লাব মাঠে এ কর্মসূচি পালিত হয়।
পৌর এলাকার বিধবা রমিছা বেগম (৭৫) বাস করেন একটি ছোট্ট কুঁড়েঘরে। গত কয়েকদিন ধরেই তিনি শীতে কষ্ট করছেন। শীত নিবারণের জন্য কোনও গরম কাপড় তার ঘরে নেই। সেনাবাহিনীর কম্বল পেয়ে তিনি খুব খুশি। রমিছা বেগম বলেন, কয়দিন থেকে শীতে খুব কষ্ট করছি। কেউ কোন খোঁজ খবর নেয়নি। আজ কম্বল পেয়ে তিনি খুবই খুশি।
কথা হয় বিনামূল্যে চিকিৎসা নিতে আসা নারচী গ্রামের আবেদিন জয়নাল টুকুর (৭০) সাথে। তিনি জানান, গত কয়েক বছর ধরে তিনি ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছেন। সেনাবাহিনীর সদস্যরা চিকিৎসা সেবা দেবে একথা জেনে তিনি এসেছেন চিকিৎসা নিতে। বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ পেয়ে তিনি খুবই খুশি।
সদর দপ্তর ১১ পদাতিক ডিভিশন কর্তৃক এ উপজেলার মোট ৪০০টি শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়াও, মেডিকেল ক্যাম্পেইন এ ৫০০ জন গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।
শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন অগ্রগামী ঊনষাট এর অধিনায়ক লে. কর্নেল এস এম সুদীপ্ত শাহীন।
এ সময় উপস্থিত ছিলেন সারিয়াকান্দি পৌর মেয়র মতিউর রহমান মতি ও বগুড়া সেনানিবাসের বিভিন্ন পদস্থ কর্মকর্তা।