ওরিয়ন গ্রুপ ৩৭তম বাংলাদেশ এ্যামেচার গলফ চ্যাম্পিয়নশীপ এর উদ্বোধন
 
                 
নিউজ ডেস্ক
চার দিনব্যাপী ‘ওরিয়ন গ্রুপ ৩৭তম বাংলাদেশ এ্যামেচার গলফ চ্যাম্পিয়নশীপ (বিএজিসি)- ২০২৪’ এর প্রেস ব্রিফিং ও উদ্বোধনী অনুষ্ঠান গতকাল (৩০ জানুয়ারি) কুর্মিটোলা গলফ ক্লাব, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার লজিস্টিক্স এরিয়া মেজর জেনারেল শেখ মোঃ সরওয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
এ টুর্নামেন্টে দেশি-বিদেশি খেলোয়াড়সহ সর্বমোট ১১০ জন গলফার অংশগ্রহণ করবেন বলে আশা করা যায়।
উল্লেখ্য, আগামী ০৩ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে এই টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ, বিদেশি কূটনীতিকবৃন্দ, স্পন্সরগণ, কুর্মিটোলা গলফ ক্লাবের সদস্যবৃন্দ, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, খেলোয়াড়বৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
