শীতার্তদের মাঝে মহালছড়ি জোনের শীতবস্ত্র বিতরণ
 
                 
নিউজ ডেস্ক
পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি সেনা জোনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে মহালছড়ি জোন কর্তৃক ২৫ জন স্থানীয় দুস্থ ব্যক্তিবর্গের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মহালছড়ি জোন অধিনায়ক ও অন্যান্য পদবীর সদস্যবৃন্দ। অনুষ্ঠানে মহালছড়ির দুর্গম পাড়ার বিভিন্ন অসহায় ও দরিদ্র জনসাধারণ এই শীতবস্ত্র গ্রহণ করেন।
এ সময় মহালছড়ি জোন অধিনায়ক বলেন, দুর্গম পাহাড়ি এলাকার আবহাওয়া অন্যান্য অঞ্চল থেকে একটু ব্যতিক্রম। রাতের সময় অধিক কনকনে শীত পড়ে তাই প্রতিবারের ন্যায় এবারও অসহায় খেটে খাওয়া দিনমজুর জনসাধারণের পাশে থাকার জন্য ও এই তীব্র শীতে যেন কেউ কষ্টে না থাকে সেই চিন্তা চেতনা থেকে মহালছড়ি সেনা জোনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এছাড়াও জোন অধিনায়ক বলেন, সেনাবাহিনী সব সময় দেশের ও মানুষের কল্যানের জন্য কাজ করে থাকে এবং ভবিষ্যতেও এ কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
