রোহিঙ্গাদের সঙ্গে কথা বলছেন মিয়ানমারের প্রতিনিধি দল - Southeast Asia Journal

রোহিঙ্গাদের সঙ্গে কথা বলছেন মিয়ানমারের প্রতিনিধি দল

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্কঃ

রোহিঙ্গাদেরকে মিয়ানমারের রাখাইন প্রদেশের ফিরিয়ে নিতে রাজি করানোর জন্য কক্সবাজারের উখিয়ায় পৌঁছেছেন মিয়ানমারের একটি প্রতিনিধি দল। সেখানে তারা সন্ধ্যা পর্যন্ত স্থানীয় রোহিঙ্গা নেতাদের সঙ্গে মিয়ানমারে ফিরে যাওয়ার বিষয়ে আলোচনা করবেন।

এর আগে শনিবার সকাল দশটার কিছু পর কক্সবাজার এসে পৌঁছান মিয়ানমারের ১৫ সদস্যের প্রতিনিধি দল। স্থানীয় একটি হোটেলে দুপুর পর্যন্ত বিশ্রাম শেষে উখিয়ার একটি শিবিরে রোহিঙ্গাদের বর্তমান অবস্থা পরিদর্শন করেন তারা। দলটির নেতৃত্বে রয়েছেন মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থোয়ে।

এ বিষয়ে ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম বলেন, রোহিঙ্গা নেতাদের সঙ্গে মিয়ানমারের প্রতিনিধিদলটির বৈঠকে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারাও থাকবেন। থাকবে বাংলাদেশের কয়েকজন প্রতিনিধিও। রাখাইন রাজ্যে রোহিঙ্গারা ভালো ভাবে জীবন যাপন করতে পারবে বলে রোহিঙ্গাদের আশ্বস্ত করবে বার্মিজ প্রতিনিধি দলটি।

তিনি জানান বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারের প্রতিনিধিদের সঙ্গে ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ্দোজা নয়ন, উখিয়ার নির্বাহী কর্মকর্তা নিকারুল জামান চৌধুরীসহ জেলা প্রশাসনের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তারা রয়েছেন।

মিয়ানমারের প্রতিনিধিদের সঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক আহা সেন্টারের একটি প্রতিনিধি দলও রোহিঙ্গাদের রাখাইনে ফিরিয়ে নিতে বাংলাদেশে এসেছেন।

এছাড়াও রোববার সকালে আবারও রোহিঙ্গাদের সঙ্গে বৈঠকে বসবে মিয়ানমার প্রতিনিধিরা। এসময় রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের প্রতিনিধি দল শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন, জেলা প্রশাসনসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তা রোহিঙ্গাদের বর্তমান অবস্থা সম্পর্কে ব্রিফ করবেন।