রোহিঙ্গাদের হয়তো নাগরিকত্ব অথবা ভূখণ্ড দিতে হবে - Southeast Asia Journal

রোহিঙ্গাদের হয়তো নাগরিকত্ব অথবা ভূখণ্ড দিতে হবে

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্কঃ

মিয়ানমার সেনাবাহিনির নির্যাতনের হাত থেকে বাচতে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা মুসলিমদের হয় নাগরিকত্ব, নয় তাদেরকে নিজস্ব রাষ্ট্র গঠনের জন্য ভূখণ্ড দিতে হবে বলে মন্তব্য করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, মালয়েশিয়া সাধারণত অন্য দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়গুলোতে হস্তক্ষেপ করতে চায় না। কিন্তু রোহিঙ্গারা মিয়ানমারে গণহত্যার শিকার হয়েছেন এবং মালয়েশিয়া এর বিরুদ্ধে।

শুক্রবার তুরস্কের রাজধানী আঙ্কারায় তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, আজ বেশির ভাগ সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য মুসলিমদেরকেই দায়ী করা হয়। কিন্তু সত্য হলো ইসরায়েলের ফিলিস্তিন দখল এবং আন্তর্জাতিক আইন উপেক্ষার ফল এই তথাকথিত সন্ত্রাসবাদ।