মিয়ানমার প্রতিনিধি দলের আশ্বাস অবিশ্বাস করছে রোহিঙ্গারা - Southeast Asia Journal

মিয়ানমার প্রতিনিধি দলের আশ্বাস অবিশ্বাস করছে রোহিঙ্গারা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্কঃ

মিয়ানমার প্রতিনিধি দলের দেয়া বিভিন্ন আশ্বাস বিশ্বাস করছে না বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা। উল্টো বার্মিজ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক চলার সময় ধর্ষণ, হত্যা ও নির্যাতনের বিচারের দাবি তোলেন রোহিঙ্গা নেতারা।

তবে মিয়ানমারে ফিরে যেতে রোহিঙ্গা ও মিয়ানমারের প্রতিনিধিরা প্রাথমিকভাবে আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে সম্মত হয়েছে।

এর আগে, গতকাল শনিবার থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ও সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে মিয়ানমার প্রতিনিধি দল।

রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন বিষয়ে রোহিঙ্গা নেতাদের সঙ্গে রোববার সকালে তারা বৈঠকও করেছে। এ সময় সাধারণ রোহিঙ্গারা তাদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন এবং রাখাইন রাজ্যে সংঘটিত হত্যাকাণ্ড, লুণ্ঠন ও ধর্ষণের বিচার দাবি করেন।

প্রতিনিধি দলটি রোহিঙ্গাদের প্রতিটি দাবি শুনে তাদেরকে জানান, রাখাইনে ঘরবাড়ি, স্কুলসহ যাবতীয় সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়েছে। জাতিগত সংঘর্ষের ক্ষত মুছে রোহিঙ্গাদের জীবন মান উন্নত করতে দেশটি চেষ্টা করছে বলেও জানান বার্মার প্রতিনিধিরা।

প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থোয়ে বলেন, আপনাদের দাবি মিয়ানমার সরকার বিবেচনা করছে। আপনারা মিয়ানমারে ফিরে যান। সেখানে আপনাদের জন্য শিক্ষা ও বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে।

মিন্ট থোয়ের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে রোহিঙ্গা নেতা মুহিব উল্লাহ বলেন, তারা মিয়ানমারে ফিরে যাওয়ার কথা বলেছেন। কিন্তু ফিরে যাওয়ার ব্যাপারে আশ্বস্ত করেননি। আমাদের প্রথমে মিয়ানমারের নাগরিক হিসেবে স্বীকৃতি দিতে হবে। স্বাভাবিক চলাফেরার সুযোগ দেয়াসহ সব নাগরিক সুবিধা দিতে হবে। তাহলেই মিয়ানমারে ফিরে যাবো।

মিয়ানমারের প্রতিনিধিদের সঙ্গে রোহিঙ্গাদের বৈঠক বিষয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ্দোজা নয়ন জানান, প্রতিনিধিরা কয়েকটি ক্যাম্পে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেছেন। রোহিঙ্গাদের ফেরাতে কী ধরনের সুযোগ-সুবিধা তৈরি করা হয়েছে, সে ব্যাপারে তাদের জানিয়েছেন। দুপক্ষের মধ্যে আরো আলোচনা হবে। তার পর বলা যাবে, এই আলোচনার ফলাফল কী পাওয়া যাচ্ছে।

উল্লেখ্য, রোহিঙ্গাদের সঙ্গে মিয়ানমারের প্রতিনিধি দলের বৈঠকে জেলা প্রশাসন, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক বিভিন্ন দাতাসংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।