ডেঙ্গু আক্রান্ত হয়ে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি বাঘাইছড়ির সোমা চাকমা
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্কঃ
পার্বত্য জেলা রাঙামাটিতে সোমা চাকমা নামের ঢাকা থেকে আসা এক ডেঙ্গু রোগীর সন্ধান পাওয়া গেছে। রাঙামাটির বাঘাইছড়ির বাসিন্দা সোমা চাকমা ঢাকার ধানমন্ডি মহিলা কলেজে প্রথম বর্ষে পড়াশোনা করছে। ঢাকায় থাকা অবস্থায় জ্বর হলে তিনি পরীক্ষা করান, এতে ডেঙ্গু ধরা পড়ে, এরপর বাড়ীতে চলে আসার পর জ্বর বেড়ে গেলে গত ২৬ তারিখ তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, গতকাল শনিবার তার রক্ত পরীক্ষা করার পর ডেঙ্গু আবার ধরা পড়ে। তাকে মহিলা ওয়ার্ডে রাখা হয়েছে।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: শওকত আকবর বলেন, ভয়ের কারন রাঙামাটিতে রোগীর ডেঙ্গু হয়নি, তিনি এটি ঢাকা থেকে বহন করে নিয়ে এসেছেন। আমরা তার চিকিৎসা করছি, আতংকের কোন কারণ নাই