খাগড়াছড়ির গুইমারায় সেনাবাহিনীর মানবিক সহায়তা বিতরণ - Southeast Asia Journal

খাগড়াছড়ির গুইমারায় সেনাবাহিনীর মানবিক সহায়তা বিতরণ

খাগড়াছড়ির গুইমারায় সেনাবাহিনীর মানবিক সহায়তা বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন স্থিতিশীলতা শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে সুবিধা বঞ্চিত ও হতদরিদ্র পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়।

এ সময় শীতবস্ত্র বিতরণ, শিক্ষাপ্রতিষ্ঠানে সহায়তা, ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তা, অসহায়দের মাঝে ঢেউটিন, দুঃস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন, গরিব ছাত্র-ছাত্রীদের মাঝে আর্থিক অনুদান, স্কুল ব্যাগ ও বই বিতরণ করে বাংলাদেশ সেনাবাহিনী।

জোন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা বিতরণ করেন।

জোন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা বলেন, এলাকার শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রেখে জনকল্যাণে একে অপরের সহযোগিতা ও মিলেমিশে থাকার পরামর্শ দিচ্ছি। এ জোন আপনাদের সুখ, দুঃখে পাশে ছিল ভবিষ্যতেও থাকবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

  • পার্বত্য চট্টগ্রামের অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।