রাঙামাটিতে উপজাতি সন্ত্রাসীগোষ্ঠী কতর্কৃ অস্ত্রের মুখে শ্রমিক অপহরণ - Southeast Asia Journal

রাঙামাটিতে উপজাতি সন্ত্রাসীগোষ্ঠী কতর্কৃ অস্ত্রের মুখে শ্রমিক অপহরণ

রাঙামাটিতে নির্বাচনী প্রচারণায় বাঁধা জেএসএসের, থানায় জিডিরাঙামাটিতে উপজাতি সন্ত্রাসীগোষ্ঠী কতর্কৃ অস্ত্রের মুখে শ্রমিক অপহরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটিতে অস্ত্রের মুখে টিটু নামের এক নির্মাণ শ্রমিককে অপহরণ করেছে আঞ্চলিক উপজাতি সংগঠনের সশস্ত্র সন্ত্রাসীরা।

গতকাল শনিবার (২ মার্চ) রাতে জেলা শহরের কলেজ গেইট এলাকা থেকে তাকে অপহরণ করা হয়।

টিটু পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের রেস্ট হাউস নির্মাণ কাজের শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

সরকারি এ প্রতিষ্ঠানটির উন্নয়ন কাজের বাস্তবায়নকারী ঠিকাদার মোহাম্মদ সেলিম উল্লাহ অপহরণের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনার সঙ্গে কারা জড়িত সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, আমরা ঘটনাটি জেনেছি। প্রায়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।