নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণে আহতের পা থেকে সরানো হলো ৭টি স্প্লিন্টার
নিউজ ডেস্ক
নাইক্ষ্যংছড়ির জারালিয়াছড়ির আগা নামক স্থানে স্থল মাইন বিস্ফোরণে আহত ব্যক্তির ক্ষতবিক্ষত পা থেকে স্প্লিন্টার সরানো হয়েছে। গতকাল রোববার (৩ মার্চ) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর পা থেকে ৭ টির অধিক স্প্লিন্টার বের করা হয়। গত শনিবার বিকেলে ওই মাইন বিস্ফোরিত হয়।
বিষয়টি নিশ্চিত করে আহত মোহাম্মদ ইব্রাহিমের স্ত্রী নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার লায়লা বেগম জানিয়েছেন, তাঁর স্বামীর পা থেকে স্প্লিন্টার বের করে ব্যান্ডেজ দেওয়া হয়েছে। তাঁর মুখে ও ঊরুতে মাইনের আঘাত লেগেছে। সব মিলিয়ে তিনি দাঁড়াতে পারছেন না এখনো।
এদিকে রাখাইনভিত্তিক সংবাদমাধ্যম নারিনজারা নিউজ জানিয়েছে, রাখাইনের রাজধানী সিত্তেরসহ অপরাপর জেলা ও বাকি থানা শহরগুলো নিয়ন্ত্রণে নিতে বিদ্রোহী আরকান আর্মি (এএ) ব্যাপক হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে। বিশেষ করে মন্ডু জেলা শহরকে টার্গেট করে বলিবাজার থানার দক্ষিণ দিক থেকে হামলা চালাচ্ছে আরকান আর্মির কমান্ডোরা।
এ পরিস্থিতিতে জান্তা সরকারের সব ধরনের প্রস্তুতির বিপরীতে আরকান আর্মির হামলাকে কেন্দ্র করে আরকানজুড়ে শঙ্কা ছড়িয়ে পড়ে। সে কারণে আরকানে বসবাসরত সাধারণ মানুষ পালাচ্ছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। কেউ নৌকা যোগে কেউ বা পাহাড়ি পথ বেয়ে।
সংবাদমাধ্যম নারিনজারাকে রাখাইনের স্থানীয় বাসিন্দারা জানান, সিত্তের শহরে এবং গ্রামাঞ্চল থেকে হাজার হাজার মানুষ পালাচ্ছেন দ্বিগ্বিদিক। কেননা সশস্ত্র গোষ্ঠী আরকান আর্মি যেকোনো সময় হামলা চালাতে পারে। কেননা তাঁরা রাখাইনের রাজধানী পুন্নাগুনের কাছাকাছি অবস্থানে রয়েছে বর্তমানে। এখানে কয়েক হাজার কমান্ডোসহ অন্তত ১০ হাজারের অধিক আরকান আর্মির যোদ্ধা সামনে অগ্রসর হচ্ছে।
একাধিক সূত্রমতে, ২ দিন আগে রাখাইন রাজ্যের আরকান আর্মির উপস্থিতি খবর শুনে স্থানীয় মিওমার গ্রাম্য বাজারে জান্তা বাহিনী বিমান হামলা চালিয়েছে। এতে ১২ জন নিহত হন। আহত হন ৮০ জনেরও বেশি। অবশ্য জান্তা বাহিনী বিষয়টিকে আরকান আর্মির কাণ্ড বলে কাণ্ড বলে উল্টো দোষ চাপিয়ে যাচ্ছে।
সূত্রগুলো আরও বলেন, গত ২ সপ্তাহ ধরে জান্তা কর্তৃপক্ষ সিত্তেসহ রাখাইনের গুরুত্বপূর্ণ শহরগুলোতে ইন্টারনেট ও মোবাইল ডেটা-প্রবাহ সীমিত করে দিয়েছে। এ কারণে রাখাইনের সর্বশেষ পরিস্থিতি সংক্রান্ত পরিস্থিতি হালনাগাদ অধিকাংশ তথ্যই তৎক্ষণাৎ জানা সম্ভব হচ্ছে না। এতে সংবাদমাধ্যমগুলো তাৎক্ষণিক সব খবরাখবর সরবরাহ করতে পারছে না।
এদিকে রাখাইনের বাংলাদেশ সীমান্তের চৌকিগুলোতে বিদ্রোহী আরকান আর্মির যোদ্ধারা দখলে নেওয়ার পর থেকে তাঁরা ক্যাম্পগুলোতে শক্ত অবস্থানে রয়েছে। তাঁরা রাত-দিন পালা বসিয়ে পাহারা দিচ্ছে জান্তা থেকে কেড়ে নেওয়া চৌকিগুলো।
সূত্র নিশ্চিত করে বলেন, আরকান আর্মি বর্তমানে তীব্র খাদ্য সংকটে রয়েছে। তাঁরা রাখাইনের বাজারে গেলেই জান্তা বাহিনী তাদের লক্ষ্য করে বিমান হামলা করে থাকে। এ জন্যে দেশ-বিদেশে নিজেদের সহায়তাকারীদের কাছ থেকে বিভিন্নভাবে খাদ্য সংকট ও অর্থ জোগান পেতে চেষ্টা করছেন তাঁরা।
উল্লেখ্য, মিয়ানমারের রাখাইনে সংঘাত-সহিংসতা শুরু হয় ২০২১ সালে। ২০২০ সালে সে দেশের নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি গণতান্ত্রিক সরকারকে হটিয়ে জাতীয় ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং এ অভ্যুত্থানের নেতৃত্ব দেন। ২০২২ সালের দিকে গণতন্ত্রপন্থীদের একাংশ জান্তাবিরোধী বিদ্রোহী গোষ্ঠীগুলোতে যোগ দেওয়া শুরু করে। ২০২৩ সালের অক্টোবরের শেষে দিকে বিদ্রোহী ৩টি গোষ্ঠী মিলে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স গঠন করে জান্তার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। যার অন্যতম একটি সশস্ত্র গোষ্ঠী আরকান আর্মি। যারা বর্তমানে বাংলাদেশ-সীমান্তবর্তী ২৫ টির অধিক চৌকি দখলে নেয় জান্তার কাছ থেকে। এখন সীমান্তে অদূরে যুদ্ধে লিপ্ত জান্তার বিরুদ্ধে।