রোহিঙ্গাদের সম্মানের সহিত দ্রুত স্বদেশে প্রত্যাবাসন চায় জাপান - Southeast Asia Journal

রোহিঙ্গাদের সম্মানের সহিত দ্রুত স্বদেশে প্রত্যাবাসন চায় জাপান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্কঃ

রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশের জন্য একটা বিশাল চাপ বলে মন্তব্য করে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সম্মানের সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে স্বদেশে প্রত্যাবাসনের ওপর গুরুত্বারোপ করে বাংলাদেশের প্রতি বিশ্ব নেতাদের সহযোগিতাপূর্ণ মনোভাব প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় জাপানের পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান। এ সময় তার সঙ্গে ছিলেন দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। শরণার্থী ক্যাম্প পরিদর্শন শেষে স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী।

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো’র সঙ্গে ছিলেন ১২ সদস্যের প্রতিনিধি দল এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম এনডিসি (অতিরিক্ত সচিব), ইউএনএইচসিআর-এর কক্সবাজার এর প্রধান মি. মারিন, ঊর্ধ্বতন কর্মকতা ইফতেখার উদ্দিন বায়েজীদ, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের শরণার্থী বিষয়ক ডেস্কের পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলামস প্রমুখ।

কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. আবুল কালাম জানান, জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো সকালে উখিয়ার কুতুপালং ক্যাম্প-৪, ৪ এক্সটেনশন, ক্যাম্প- ৫ ও ১২ নং ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় জাপানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিয়ানমারের নির্যাতনের শিকার রোহিঙ্গা নর-নারী তাদের নির্যাতনের বর্ণনা তুলে ধরেন।