বিমানবন্দরে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে মালয়েশিয়াগামী দুই রোহিঙ্গা আটক!
![]()
নিউজ ডেস্কঃ
অবৈধ ভাবে পাসপোর্ট নিয়ে দেশ ত্যাগের সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে মালয়েশিয়াগামী রোহিঙ্গা নারীসহ দুই জনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তারা হলেন- মোহাম্মদ এনামুল (৩৫) ও নূর নাহার (২১)।
বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন জানিয়েছেন, মঙ্গলবার (৩০ জুলাই) রাত ৯টার দিকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বাইরে থেকে তাদের আটক করা হয়।
তিনি জানান, রাতে রিজেন্ট এয়ারওয়েজের আরএক্স-৭৮২ ফ্লাইটে তাদের মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। তারা স্বামী-স্ত্রী পরিচয়ে মালয়েশিয়া যাচ্ছিল। তাদের কাছ থেকে ১ হাজার ইউএস ডলার ও ৫২৬ মালয়েশীয় রিঙ্গিত পাওয়া গেছে। মানবপাচার ও পাসপোর্ট আইনে তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।