মহালছড়ি সদর ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত - Southeast Asia Journal

মহালছড়ি সদর ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্কঃ

নানা আয়োজনের মধ্যে দিয়ে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সদর ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মহালছড়ি উপজেলা পরিষদ টাউন হলে বিকেলে (৩১ জুলাই) অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা।

এসময় অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ নিলোৎপল খীসা, রতন কুমার শীল, সাধারণ সম্পাদক রতন কুমার শীল প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে উপস্থিত কাউন্সিলরগনের ভোটের মাধ্যমে বিভিন্ন পদে আগামী ৩ বছরের জন্য মোঃ লাল মিয়াকে সভাপতি, আব্দুস সালামকে সাধারণ সম্পাদক ও ইমান আলীকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছে।