খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অজ্ঞাত কঙ্কাল উদ্ধার - Southeast Asia Journal

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অজ্ঞাত কঙ্কাল উদ্ধার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্কঃ

খাগড়াছড়ির মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের দুর্গম পাহাড় থেকে অজ্ঞাত এক কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলাধীন বেলছড়ির চোংড়াকাপা এলাকার দুর্গম পাহাড় থেকে এ কঙ্কাল উদ্ধার করা হয়।

জানা যায়, স্থানীয়দের মাধ্যমে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গার বেলছড়ির চোংড়াকাপা এলাকার দুর্গম পাহাড় থেকে এক কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। তবে এ কঙ্কাল নারী নাকি পুরুষের তা কেউ নিশ্চিত করতে পারেন নি। দীর্ঘ দিনের পুরনো লাশ পচে-গলে-রোদে শুকিয়ে কঙ্কাল হয়ে গেছে। তবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে দুর্গম পাহাড়ে ফেলে রাখা হয়ে থাকতে পারে।

বিষয়টি নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুদ্দিন ভূইয়া বলেন, এ কঙ্কাল পুরুষ না কি মহিলার তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। তাছাড়া লাশটি পচে গলে শুকিয়ে কঙ্কাল হয়ে গেছে। কঙ্কাল উদ্ধার শেষে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি