রুমা জোন কর্তৃক ইস্টার সানডে উপলক্ষে বিভিন্ন চার্চে উপহার প্রদান - Southeast Asia Journal

রুমা জোন কর্তৃক ইস্টার সানডে উপলক্ষে বিভিন্ন চার্চে উপহার প্রদান

রুমা জোন কর্তৃক ইস্টার সানডে উপলক্ষে বিভিন্ন চার্চে উপহার প্রদান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় ইস্টার সানডে উপলক্ষে বিভিন্ন চার্চে উপহার প্রদান করেছে বান্দরবান রিজিয়নের আওতাধীন রুমা জোন।

গতকাল রবিবার (৩১ মার্চ) সকালে রুমা জোন কর্তৃক বেথেল পাড়া, ইডেনপাড়া, লাইরনপি পাড়া, মুনলাইপাড়া, হ্যাপি হিলপাড়া, হরমোন পাড়া, রনিন পাড়া, আর্থা পাড়া, মুলফি পাড়া এবং খামতাং পাড়ায় বিভিন্ন চার্চে ইস্টার সান ডে উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুমা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ক ম আরাফাত আমিন।

রুমা জোনের দায়িত্বপূর্ণ এলাকার সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে শান্তি সম্প্রতি বজায় রাখার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জোন অধিনায়ক উপস্থিত সকলকে অবহিত করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।