থাইল্যান্ড সীমান্তের কাছে মিয়াবতী শহরে জান্তার হামলা

থাইল্যান্ড সীমান্তের কাছে মিয়াবতী শহরে জান্তার হামলা প্রতিহতের দাবি মিয়ানমারের বিদ্রোহীদের

রোহিঙ্গাদের জোর করে মিয়ানমার সেনাবাহিনীতে নিয়োগের তথ্য ফাঁস
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

থাইল্যান্ডের সীমান্তের কাছে মিয়াবতী শহরে মিয়ানমারের সেনাবাহিনীর হামলা প্রতিহত করার দাবি করেছে দেশটির একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। রবিবার (১৪ এপ্রিল) কারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ) এই দাবি করেছে। গত সপ্তাহে শহরটি দখল করেছিল বিদ্রোহীরা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এক সাক্ষাৎকারে কেএনইউ মুখপাত্র সাউ তাউ নী বলেছেন, সেনাবাহিনী গত কয়েক দিন ধরে মিয়াবতী শহরের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। বিদ্রোহীরা তাদের ৪০ কিলোমিটার দূরে সরিয়ে দিয়েছে।

মুখপাত্র বলেছেন, মিয়াবতীতে আসা সহজ নয়। তাদেরকে অনেক প্রতিকূলতার মুখে পড়তে হবে। কেএনইউ যোদ্ধারা জান্তাবাহিনীর অগ্রগতি ঠেকাচ্ছে ও প্রতিহত করছে।

বিদ্রোহীদের এই দাবি রয়টার্স স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি। মিয়ানমার জান্তার এক মুখপাত্র বার্তা সংস্থাটির ফোন কলে সাড়া দেননি।

বৃহস্পতিবার কেএনইউ-এর নেতৃত্বে জান্তাবিরোধী গোষ্ঠীগুলোর জোট থাইল্যান্ডের কাছে সীমান্ত শহর মিয়াবতী দখল করে।

কেএনইউ মুখপাত্র বলেছেন, শুক্রবার প্রধান এশীয় মহাসড়ক ১-এর দুটি গ্রামে সংঘর্ষ হয়েছে।

২০২১ সালে নির্বাচিত সরকারকে উৎখাতের মাধ্যমে ক্ষমতা দখলের পর এই বিদ্রোহ মিয়ানমার জান্তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। গত সপ্তাহে রাজধানী নেপিদোতে সামরিক স্থাপনায় সমন্বিত ড্রোন হামলার চেষ্টা করেছে বিদ্রোহীরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।