নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারের আরও ১০ সেনাসদস্য পালিয়ে বাংলাদেশে

নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারের আরও ১০ সেনাসদস্য পালিয়ে বাংলাদেশে

নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারের আরও ১০ সেনাসদস্য পালিয়ে বাংলাদেশে
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের নাইক্ষ‍্যংছড়ির জামছড়ি সীমান্ত দিয়ে নতুন করে আরও ১০ জন মিয়ানমার সেনাবাহিনীর সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে বাংলাদেশের নাইক্ষ্যংছড়ি উপজেলার জামছড়ি সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে ঠাঁই নেন। পরে তাদের নিরস্ত্র করে বিজিবির হেফাজতে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবির) জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম। আশ্রয় নেওয়া ১০ সেনাসদস্যকে নাইক্ষ্যংছড়ি বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে আসা হয়েছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমনের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি এর সত্যতা নিশ্চিত করেন।

বিজিবির এক কর্মকর্তা বলেন, মিয়ানমারে ভেতরে সংঘাতের কারণে দেশটির সেনা সদস্যরা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিচ্ছেন। যারা পালিয়ে আসছেন, তাদের বিজিবির তত্ত্বাবধানে রাখা হচ্ছে। তাদের মিয়ানমারে ফেরতের ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য, এখন পর্যন্ত ১০৬ জন সেনা ও বিজিপির সদস্য বাংলাদেশের আশ্রয়ে নিয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ২টার পর আরও কিছু বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তবে এ বিষয়ে বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।