রাঙামাটির বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান

রাঙামাটির বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান

রাঙামাটির বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকার স্থিতিশীলতা শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে সেনাবাহিনীর বাঘাইহাট জোন।

আজ বুধবার (২৪ এপ্রিল) দুপুরে জোন সদরে বাঘাইহাট সেনা জোন কর্তৃক রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেকের স্কুল পড়ুয়া ছাত্র রোমিও ত্রিপুড়া (৮) এর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বর্তমানে রোমিও ত্রিপুড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

বাঘাইছড়ি উপজেলা ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের সভাপতি প্রকাশ ত্রিপুরা এর হাতে এ চিকিৎসা সহায়তা তুলে দেন বাঘাইহাট সেনা জোনের অধিনায়ক।

এ সময় জোন অধিনায়ক বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সাধারণ মানুষের পাশে আছে এবং আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।