যশোর ক্যান্টনমেন্ট কলেজে বাংলা নববর্ষ উদযাপন

যশোর ক্যান্টনমেন্ট কলেজে বাংলা নববর্ষ উদযাপন

যশোর ক্যান্টনমেন্ট কলেজে বাংলা নববর্ষ উদযাপন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

যশোর ক্যান্টনমেন্ট কলেজে বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। আজ শনিবার সকালে যশোর ক্যান্টনমেন্ট কলেজ মাঠে এ মেলার উদ্বোধন করেন সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার যশোর অঞ্চল মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৫৫ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার যশোর অঞ্চল মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদের সহধর্মিণী খাদিজা হক চৌধুরী, ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষ লেঃ কর্ণেল নুসরাত আল নুর চৌধুরীসহ যশোর এরিয়ার উর্দ্ধতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

যশোর ক্যান্টনমেন্ট কলেজে বাংলা নববর্ষ উদযাপন

এর আগে যশোর ক্যান্টনমেন্ট কলেজের, অভিভাবক শেড, প্রথম ও দ্বিতীয় প্রবেশ ফটক, মাতৃছায়া ডে-কেয়ার সেন্টার, ২৫শ’ বর্গফুট রাস্তা, বিএনসিসি ও রোভার রুম, জিমনেসিয়াম, পার্কিং শেড, পুকুরের ঘাট ও পাড় বাঁধানো, ওয়াকওয়ে এবং অনার্স ভবনের পুনঃসংস্কার কাজ এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি।

মেলার আয়োজক কমিটি জানায়, বাংঙালীর সাংস্কৃতি ঐতিহ্য বর্তমান ছেলে মেয়ে ও শিক্ষার্থীদের মাঝে ফিরে আনতে এ মেলার আয়োজন করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।