জনপ্রশাসন পদক পাওয়ায় ডিসিকে জিওসির অভিনন্দন
 
                 
নিউজ ডেস্কঃ
মায়ানমার সেনাবাহিনীর ব্যাপক নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সুষ্ঠু ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য ভূমিকা রাখায় কক্সবাজার জেলা প্রশাসন প্রাতিষ্ঠানিক পর্যায়ে সাধারণ ক্যাটাগরীতে জনপ্রশাসন পদক-২০১৯ অর্জন করায় রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোঃ মাঈন উল্লাহ চৌধুরী রামু সেনা নিবাসে তাঁর কার্যালয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনকে অভিনন্দন জানান।
সোমবার (৫ আগষ্ট) ফুল ও শুভেচ্ছা উপহার দিয়ে ডিসি মোঃ কামাল হোসেনকে অভিনন্দন জানানোর সময় কক্সবাজারের পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেনসহ সেনা নিবাসের উর্ধ্বতন সামরিক কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন ও জিওসি মেজর জেনারেল মোঃ মাঈন উল্লাহ চৌধুরী পরস্পর কুশল বিনিময় ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।
