রাঙামাটিতে বিদ্যালয় নির্মানে সেনাবাহিনীর সহায়তা

রাঙামাটিতে বিদ্যালয় নির্মানে সেনাবাহিনীর সহায়তা

রাঙামাটিতে বিদ্যালয় নির্মানে সেনাবাহিনীর সহায়তা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামে জনকল্যাণ মূলক কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। শান্তি সম্প্রীতি উন্নয়ন জনসাধারণের জন্য এ কাজের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় রাঙামাটির ১০ আর ই জোনের আওতাধীন হাজার মানিক উচ্চ বিদ্যালয় নবনির্মিতস্থাপনের জন্য ঢেউটিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) হাজারমানিক উচ্চ বিদ্যালয় নির্মাণ করার লক্ষে ১০ আর ই জোন অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ সোহেল বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের হাতে এ ঢেউটিন তুলে দেন।

এ সময় জোন অধিনায়ক বলেন, জনকল্যাণমূলক কাজে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। এই কাজের ধারা জোনের পক্ষ থেকে অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।