রাঙামাটিতে অসহায়দের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করল সেনাবাহিনী
নিউজ ডেস্ক
সেনাবাহিনীর রাঙ্গামাটির রিজিয়নের আওতাধীন ১০ আর ই ব্যাটালিয়নের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে স্থানীয় অসহায়দের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মে) সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত জীবতলী ও মগবান ইউনিয়নের অসহায়, দুস্থ ও গরিবদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।
স্বাস্থ্যসেবা নিতে দুর্গম এলাকা হতে বিভিন্ন বয়োবৃদ্ধ ও শিশুরা ক্যাম্পে আসে।
সেনাপ্রধানের নির্দেশনায় ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ সোহেল এর তত্ত্বাবধানে উক্ত ক্যাম্পের মেডিক্যাল অফিসারগণ উপস্থিত থেকে সেবা প্রদান করে।
ব্যাটালিয়ন অধিনায়ক বলেন, ভবিষ্যতে এরকম সুবিধা বঞ্চিত মানুষের জন্য চিকিৎসা সেবা দিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।