খাগড়াছড়িতে বিজিবির অভিযানে ২৩ বোতল ভারতীয় মদ জব্দ

খাগড়াছড়িতে বিজিবির অভিযানে ২৩ বোতল ভারতীয় মদ জব্দ

খাগড়াছড়িতে বিজিবির অভিযানে ২৩ বোতল ভারতীয় মদ জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির রামগড়ে প্রায় ৩৫ হাজার টাকা মূল্যে মালিকবিহীন ২৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে সীমান্ত সুরক্ষার দায়িত্বে নিয়োজিত ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (রামগড় জোন) এর সদস্যরা।

গতকাল বৃস্পতিবার (২৩ মে) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার লক্ষীছড়া বিওপির আওতাধীন ধনিরামপুর এলাকা হতে এসব মদ জব্দ করা হয়।

সূত্র জানায়, এদিন সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর আওতাধীন লক্ষীছড়া বিওপিতে কর্মরত নাঃ সুবেঃ মোঃ মহসিন শেখ এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক খাগড়াছড়ি জেলার রামগড় থানার অন্তর্গত ধনিরামপুর হতে মালিকবিহীন ২৩ বোতল ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মদের বাজারমূল্য প্রায় ৩৫ হাজার টাকা।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত মদ রামগড় থানায় সাধারন ডায়েরি অন্তর্ভূক্তি পূর্বক পরবর্তীতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে।

রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, অধীনস্ত এলাকার সীমান্ত ব্যবহার করে যে কোন ধরনের অপতৎপরতা রোধে বিজিবি সদস্যরা তৎপর রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।