ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভারতের মিজোরামে ২৩ জনের প্রাণহানি

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভারতের মিজোরামে ২৩ জনের প্রাণহানি

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভারতের মিজোরামে ২৩ জনের প্রাণহানি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সৃষ্ট নানা দুর্ঘটনায় ভারতের মিজোরামে ২৩ জনের প্রাণহানি হয়েছে।

মিজোরামে প্রাণ হারানো ২৩ জনের মধ্যে একটি পাথরখনি ধসেই ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় খনির ভেতর আটকা পড়েছেন আরও ৭ জন। এছাড়া বাকি ৮ জন্য প্রত্যন্ত অঞ্চলে ভূমিধস ও অন্যান্য দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছেন।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিকূল আবহাওয়া কারণে খনিতে আটকেপড়াদের উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা। খনিটি উত্তরপূর্ব মিজোরামের রাজধানী আইজলে অবস্থিত।

ঘূণিঝড় রেমালের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণেই খনিটিতে ধস নামে বলে রয়টার্সকে জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা।

মিজোরামের অন্য একটি এলাকায়ও ভূমিধসে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। কাছাকাছি আসামে একটি গাছ পড়ে মারা গেছেন আরও একজন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।