খাগড়াছড়িতে সেনাবাহিনী কর্তৃক দুস্থ জনগোষ্ঠীর মাঝে আর্থিক সহায়তা প্রদান
 
                “এখান থেকে শেয়ার করতে পারেন”
 
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রামের মানুষের মাঝে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী।
এরই ধারাবাহিকতায়, খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি জোন’র উদ্যোগে অসহায়, জনগোষ্ঠীর মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
আজ শুক্রবার (৬ মে) খাগড়াছড়ি রিজিয়নের মহালছড়ি জোন কর্তৃক ৬ জন হতদরিদ্র ও অসহায় ব্যক্তির মাঝে এসব নগদ সহায়তা প্রদান করা হয়।
মহালছড়ি জোন অধিনায়কের পক্ষ হতে ক্যাপ্টেন আব্দুল্লাহ আ জামিল উপকারভোগগীদের হাতে এসব সহায়তা তুলে দেন।
এসময় উপকারভোগীরা সেনাবাহিনীর পক্ষ হতে সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
