টোলের নামে চাঁদাবাজি: খাগড়াছড়িতে কৃষক ও বাগান মালিকদের মানববন্ধন
![]()
নিউজ ডেস্ক
পাহাড়ে উৎপাদিত কৃষি পণ্য পরিবহনে বিভিন্ন সরকারি দফতর কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ জুন) সকালে খাগড়াছড়ি শাপলা চত্বরে ফলদ বাগান মালিক সমিতি ও সম্মিলিত কৃষক সমাজের ব্যানারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন ফলদ বাগান সমিতির সভাপতি তরুণ আলো দেওয়ান, সম্পাদক ডা. জগৎ চাকমা, ফল ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সুলতান আহম্মেদ, মারমা ফলদ বাগান মালিক সমিতির সাধারণ সম্পাদক বাবুর্শি মারমা, অনিমেষ চাকমা রিংকু, সমির হোসনে সুজন প্রমুখ।
বক্তারা বলেন, আমসহ উৎপাদিত কৃষি পণ্য পরিবহনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ, বাজার ফান্ড ও পৌরসভা টোলের নামে অস্বাভাবিক হারে টাকা নিচ্ছে। ফলে প্রতিটি আম বা ফলের ট্রাক খাগড়াছড়ি থেকে ফেনী বা চট্টগ্রামে পৌছাতে টোল ও ট্যাক্সের নামে ১৫-১৮ হাজার টাকা আদায় করে। এছাড়া পথে পথে চাঁদাবাজির পরও এখনো পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি।
মানববন্ধন থেকে অবিলম্বে বিভিন্ন দফতরের নামে চাঁদাবাজি বন্ধ, অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে ইজারা প্রদান বন্ধ এবং কুরিয়ার সার্ভিরগুলোর অতিরিক্ত চাঁজ বাতিলের দাবী জানানো হয়। মানববন্ধন শেষে এসব দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।