মানিকছড়িতে বাল্যবিয়ের অপরাধে বরকে জেল, ২ বেয়াইকে জরিমানা - Southeast Asia Journal

মানিকছড়িতে বাল্যবিয়ের অপরাধে বরকে জেল, ২ বেয়াইকে জরিমানা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্কঃ

খাগড়াছড়ির মানিকছড়িতে বাল্যবিয়ের দায়ে বরের ৭ দিনের জেল এবং বর ও কনের বাবাকে (বেয়াই) জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৫ আগষ্ট) উপজেলার বাঞ্চারাম গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার মানিকছড়ি উপজেলার বাঞ্চারাম পাড়ার আবুল কাশেমের মেয়ে ও ডাইনছড়ি দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্রী সালমা আক্তারের (১৩) সঙ্গে একই এলাকার তাজুল ইসলামের ছেলে আক্তার হোসেনের (১৮) বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। অপ্রাপ্ত বয়সী ছেলে-মেয়ের বিয়ের আয়োজনের খবর পেয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুল আলম থানার এএসআই মাহবুবসহ পুলিশ ওই বিয়ে বাড়িতে যায়। এসময় বর এবং বর ও কনের বাবাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে তাদের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না মাহবুব বর-কনের বয়স যাচাই করে দেখেন তারা অপ্রাপ্ত বয়সী।

পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিয়ের চেষ্টার অপরাধে বর আক্তার হোসেনর সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও বাবা তাজুল ইসলামকে পাঁচ হাজার টাকা এবং কনের বাবা আবুল কাশেমকে এক হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। এসময় বর ও কনের বাবা দণ্ডিত অর্থ পরিশোধ করে ছাড়া পায়। অন্যদিকে, সাত দিনের কারাদণ্ডে দণ্ডিত বর আক্তার হোসেনকে সাজা ভোগের জন্য খাগড়াছড়ি জেলা কারাগারে পাঠানো হয়েছে।