চোরাচালান বন্ধে হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের বৈঠক
নিউজ ডেস্ক
মাদকসহ অন্যান্য চোরাচালান বন্ধ ও বিভিন্ন বিষয় নিয়ে দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে বৈঠক হয়েছে।
শনিবার (২৯ জুন) সকাল ১১টায় ভারতের পতিরাম-৬১ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক কমল রাওয়াত হিলি সীমান্তের শূন্য রেখায় আসলে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে বিজিবির চেকপোস্টে তারা বৈঠক করেন।
বৈঠকে বিএসএফের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল ও বিজিবির ৪ সদস্যের একটি দল অংশ নেয়। পরে দুই বাহিনীর পক্ষ থেকে একে অপরকে উপহার দেয়া হয়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে দুপুর সাড়ে ১২টায় বিএসএফের প্রতিনিধি দলটি ভারতে ফিরে যায়।
লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ বলেন, ‘সীমান্তে শান্তি ও শৃঙ্খলা রক্ষার্থে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন বিষয় নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। এসব রোধে দুই বাহিনী একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।’