টেকনাফে ২ কেজির বেশি ক্রিস্টাল মেথ আইস জব্দ

টেকনাফে ২ কেজির বেশি ক্রিস্টাল মেথ আইস জব্দ

টেকনাফে ২ কেজির বেশি ক্রিস্টাল মেথ আইস জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফ সাবরাং এর হাড়িয়াখালি এলাকায় অভিযান চালিয়ে ২.১১৭ কেজি ক্রিস্টাল মেথ আইস এবং একটি ধারালো কিরিচ উদ্ধার করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজিবি জানায়, ২৯ জুন রাত দশটার সময় সাবরাং বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৪ হতে আনুমানিক ৮০০ গজ দক্ষিণ-পশ্চিম দিকে হাড়িয়াখালি এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে আসতে পারে এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করে বিজিবি। অভিযান টের পেয়ে আইসের ব্যাগ ফেলে কারবারিরা পালিয়ে যায়।

এ সময় ব্যাগের ভিতর হতে ২.১১৭ কেজি ক্রিস্টাল মেথ আইস এবং একটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।