হাতিরঝিলের নিরাপত্তার দায়িত্ব দেয়া হল আনসার বাহিনীকে

হাতিরঝিলের নিরাপত্তার দায়িত্ব দেয়া হল আনসার বাহিনীকে

হাতিরঝিলের নিরাপত্তার দায়িত্ব দেয়া হল আনসার বাহিনীকে
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন হাতিরঝিল এলাকার সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব পেল বাংলাদেশ আনসার বাহিনী। রাজউকের চেয়ারম্যান জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান সরকার আনসার বাহিনীর কাছে এ দায়িত্ব হস্তান্তর করে।

সোমবার সকালে রাজধানীর হাতিরঝিল ব্যাবস্থাপনা ভবনে এ হস্তান্তর প্রক্রিয়ার আয়োজন করা হয়। এ সময় রাজউকের চেয়ারম্যান বলেন, ‘হাতিরঝিলের নিরাপত্তার দায়িত্ব আরেকটি রাষ্ট্রীয় সংস্থাকে দেওয়া হলো।’

তিনি প্রত্যাশা করেন আনসার বাহিনী নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি হাতিরঝিলকে পরিচ্ছন্ন রাখবে। এ স্থানটিকে ক্রমান্বয়ে সমৃদ্ধ করা হবে জানিয়ে এই কর্মকর্তা আরও বলেন, হাতিরঝিল থেকে বনানী এবং কালাচাঁদপুর পর্যন্ত ওয়াটার ট্যাক্সির রুট বাড়ানো হবে।

এছাড়া নিরাপত্তার স্বার্থে রাত ১১টার পর দর্শনার্থীদের এ স্পট ত্যাগের অনুরোধও জানান রাজউক চেয়ারম্যান।

এদিকে হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজিম উদ্দিন। তিনি বলেন, হাতিরঝিলের অবৈধ পকেট গেট তদারকিসহ মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকবে আনসার বাহিনী।

ইট-পাথরের এ নগরীর বুক চিরে গড়ে ওঠা এক টুকরো স্বর্গ যেন হাতিরঝিল। সবুজ গাছগাছালি আর পানির মিশেলে যেন এটি হয়ে উঠেছে এ নগরীর ফুসফুস।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।