রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত ২
 
                “এখান থেকে শেয়ার করতে পারেন”
 
নিউজ ডেস্ক
কক্সবাজারে পাহাড়ধসে শিশুসহ দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া আহত হয়েছেন আরো তিনজন। বুধবার ভোরাতে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ৮ ও ৯-এ এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন বলেন, তাক্ষণিকভাবে হাতহতদের পরিচয় জানা যায়নি। এ বিষয়ে পুলিশ কাজ করছে।
উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মো. রফিক বলেন, নিরুপায় হয়ে রোহিঙ্গারা ঝুঁকি নিয়ে বসবাস করছে। ভারি বৃষ্টিতে প্রাণহানির এই ঘটনা ঘটছে। এভাবে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকলে তাদের নিরাপদ স্থানে সরিয়ে না নিলে ক্যাম্পে আরো প্রাণহানির আশঙ্কা রয়েছে।
এর আগে গত ১৯ জুন উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ১০ জন নিহত হয়েছিলেন।
